রাত দশটার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাত ১০টার পর বাইরে থাকলে আবাসিক ছাত্রীদের সিট বাতিলের হুমকি দিয়েছেন সহকারী প্রক্টর এমন অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী উদ্যান ও লেডিস ঝুপড়ি এলাকায় সহকারী প্রক্টরদের এমন আচরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন সহকারী প্রক্টর গাড়ি থেকে নেমে বিপ্লবী উদ্যানে বসে থাকা ছাত্রীদের সেখান থেকে উঠে যেতে বলেন এবং স্পষ্ট জানান ১০টা ১ মিনিটেও হলে না ফিরলে সিট বাতিল হবে।
বিজয় ২৪ হলের এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি হলে ফিরছিলাম, তখন সহকারী প্রক্টর গাড়ি থেকে নেমে বলেন সব মেয়েরা যেন রাত ১০টার মধ্যে হলে ফিরে । কেউ ১০টা ১ মিনিটেও বাইরে থাকলে সিট বাতিল হবে। এরপর খাতা-কলম বের করে আমাকে সিট বাতিলের হুমকি দেন।
তিনি আরো জানান, বিপ্লবী উদ্যানে কিছু মেয়ে বসে ছিল। সহকারী প্রক্টর তাদেরও সেখান থেকে উঠিয়ে দেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসেইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। নির্দিষ্ট সময়ের মধ্যে হলে ফেরার নিয়ম আগেও ছিল, এখন আমরা সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। এটি কোনো হুমকি নয়, নিরাপত্তার স্বার্থে পরামর্শ।
তবে শিক্ষার্থীরা বলছেন, বিষয়টি একপাক্ষিকভাবে মেয়ে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ঘটনাটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. জান্নাত আরা পারভীন বলেন, রাত ১০টার মধ্যে হলে ঢোকার নিয়ম আগে থেকেই রয়েছে। কেউ নিয়মিত দেরি করলে তার নাম রেজিস্টারে তোলা হয়। একবারেই সিট বাতিল করা হয় না।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বিশেষ কিছু অনিরাপদ এলাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে, যেমন বিপ্লবী উদ্যান বা লেডিস ঝুপড়ি, যেখানে মাদক সংক্রান্ত অভিযোগ আছে। শহীদ মিনার বা জিরো পয়েন্টে থাকলে সমস্যা নেই। তবে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেয়া হয়নি।
আমার বার্তা/এল/এমই