জবি গণিত বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফয়সাল-মুনিব

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৮:২৬ | অনলাইন সংস্করণ

  জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যাথ ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি সিফাত ফয়সাল ও সাধারণ সম্পাদক হাসান মুনিব। 

মঙ্গলবার (৮ জুলাই) ম্যাথ ক্লাবের উপদেষ্টা মোছা: সলিমা খাতুন, ম্যাথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে গণিত বিভাগের ডিবেটিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে সহসভাপতি মনিকা জাহান খাদিজা, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিদ আহমেদ, দপ্তর সম্পাদক নুসরাত কামাল লিসা, প্রচার সম্পাদক মোছা সাদিয়া সুলতানা রিমি অর্থ সম্পাদক পদ মো: ইব্রাহিম সজিব ও কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে ফাইজুর রহমান শু ঘোষিত হয়েছেন। এছাড়াও নিয়ামত উল্লাহ শুয়াইব, অন্তর বিশ্বাস ও ইশরাত জাহান হামিদা কার্যনির্বাহী সদস্য ঘোষিত হয়েছেন।

এ বিষয়ে কমিটির সভাপতি সিফাত ফয়সাল বলেন, " আমি গভীর কৃতজ্ঞতা ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দায়িত্ব আমাকে যেমন সম্মানিত করেছে, তেমনি আমার কাঁধে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও অর্পণ করেছে।ডিবেটিং ক্লাব একটি শিক্ষার্থীবান্ধব, বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র, যেখানে যুক্তি, বিশ্লেষণ, এবং মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করা হয়। আমি বিশ্বাস করি, যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু নিজেকে নয়, সমাজকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।আমার লক্ষ্য থাকবে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করে গড়ে তোলা। সদস্যদের দক্ষতা উন্নয়ন, অভ্যন্তরীণ এবং আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং জাতীয় পর্যায়ে ক্লাবের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার।আমি এই দায়িত্ব পালনে সকল শিক্ষক, সহপাঠী ও ক্লাব সদস্যদের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।" 

সাধারণ সম্পাদক হাসান মুনিব বলেন " ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব তার যাত্রাকালে শুরু থেকেই বিতর্কশিল্পের উন্নয়ন এবং প্রতিনিয়ত বিতর্ক চর্চায় নিমজ্জিত আছে। নবগঠিত কমিটিও এই যাত্রা অক্ষুণ্ন রাখবে।"


আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই