ই-পেপার শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চুয়েটে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ২৩ এপ্রিল

আমার বার্তা অনলাইন:
১৪ এপ্রিল ২০২৫, ১১:৪০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় পর্যায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত দ্বিতীয় পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ভর্তির পর মেধাস্থান ও পছন্দক্রম অনুযায়ী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ তালিকা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, ৯২০টি আসনের বিপরীতে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৫৫৯ জন শিক্ষার্থী। এখনো ফাঁকা আছে ৩৬১টি আসন। এর মধ্যে পুরকৌশল বিভাগে ৯০টি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৬০টি, ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৮টি, জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগে ২৯টি, মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮টি, যন্ত্রকৌশল বিভাগে ১টি এবং পানিসম্পদ কৌশল, জ্বালানি ও খনন কৌশল ও ম্যাটারিয়ালস ও ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটি ৩০টি করে আসন ফাঁকা আছে।

আসন পূরণ না হওয়ায় দ্বিতীয় পর্যায়ে ভর্তির জন্য ‘ক’ গ্রুপে (প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাক্রমের ১ হাজার ৫০১ থেকে ২ হাজার ৫০০ পর্যন্ত ১ হাজার শিক্ষার্থীকে এবং ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) ১০১ থেকে ১৫০ পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে। ২৩ এপ্রিল মেধাক্রম অনুসারে নির্ধারিত সময়ে উপস্থিত শিক্ষার্থীরা ভর্তির জন্য নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হয়ে সনদপত্র যাচাই করে জমা দিতে হবে। সনদ জমাদানের পর ওই দিনই শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিন আসন খালি থাকা সাপেক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপস্থিত প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।

পরদিন ২৪ এপ্রিল উপস্থিত শিক্ষার্থীদের বিভাগ বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে বিভাগ নির্ধারণ করা হবে, যা এদিন সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাপ্ত বিভাগ দেখে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক চুয়েট শাখায় বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্যপরীক্ষার পর একই দিনে (২৩ এপ্রিল) ভর্তি ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে জমা দেওয়ার সুযোগ রয়েছে। তবে আসনসংখ্যার বেশি প্রার্থী উপস্থিত হলে অতিরিক্ত প্রার্থীদের নিয়ে মেধাক্রম অনুযায়ী একটি অপেক্ষমাণ তালিকা সংগ্রহ করা হবে। পরে আসন খালি হওয়া সাপেক্ষে অপেক্ষমাণ প্রার্থীদের ভর্তির জন্য পর্যায়ক্রমে ডাকা হবে।

দ্বিতীয় পর্যায়ে ভর্তির পর ভর্তি করা প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসনসংখ্যা ও সে অনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭ এপ্রিল ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তিপ্রক্রিয়া চলমান থাকবে।

গত ১ ফেব্রুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৯৩১টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন।

আমার বার্তা/এল/এমই

কুয়েটে অন্তবর্তী উপাচার্যের দায়িত্বে অধ্যাপক ড. হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি

জবির ঝুঁকিপূর্ণ অবকাশ ভবন, দেয়াল ধসে কর্মচারী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটির

জুলাই আন্দোলনকারীর ওপর ছাত্রদলের হামলা, শিক্ষার্থীদের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পিটিয়ে পুলিশের নিকট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে: উপদেষ্টা বিধান

মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে

ঝালকাঠিতে থ্রি-হুইলারের ধাক্কায় ২ জন নিহত

সারাদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা শুরু

দেশের মানুষ মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে: আখতার

চালের দাম কমলে আটার দামও কমে যাবে: খাদ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

শিক্ষা সংস্কার ও কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

মসজিদুল হারামে প্রবেশে যেসব সুন্নত পালন করবেন

হাসিনার দুঃশাসন ও পতন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

দুই মাসের মধ্যে হেফাজতের নেতা–কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি মামুনুল হকের

ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না

সাকিবকে আ.লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর হাফিজ

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: সাখাওয়াত

বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের চান তামিম ইকবাল

আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান

ফিলিস্তিনি শিশুকে হত্যার দায়ে ৫৩ বছরের কারাদণ্ড

জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

খিলগাঁওয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

সামাজিক সংলাপে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগানোর আহবান