বিজ্ঞান ও গবেষণা নির্ভর স্মার্ট শিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ে আগামীর সোনালী বেকারমুক্ত বাংলাদেশ বিনির্মানের জন্য ৬ দফা দাবিতে শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে আল আমিন আটিয়া নামের এক শিক্ষার্থী। বুধবার শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান করতে দেখা যায় আলামিন আটিয়া নামের এই শিক্ষার্থী কে।
আল আমিন আটিয়া বলেন আগামীর বিজ্ঞানসম্মত ও গবেষণাধর্মী বাংলাদেশ গড়তে হলে তার এই ৬ দফা দাবির বিকল্প কিছু নাই। এই দাবি গুলো যথাক্রে
১। রাষ্ট্রকে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি বাতিল করে দ্রুত প্রজ্ঞাপন দিতে হবে।
২। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক বেতনের অংক একদেশ একবেতন নিয়ম করে প্রজ্ঞাপন দিতে হবে ও অতিরিক্ত বই বাণিজ্য প্রত্যাহার করতে হবে।
৩। সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বাৎসরিক সর্বোচ্চ ২ টা পরীক্ষা নিয়মসহ সারাদেশে পরীক্ষার ফি এক দেশ এক ফি নিয়ম করতে হবে।
৪। রাষ্ট্রকে সকল নাগরিকের নূন্যতম শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও এর বাস্তবায়নের জন্য " বিনামূল্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা" ব্যবস্থা করতে হবে।
৫। রাষ্ট্রের সকল শিক্ষার্থীদের পরামর্শ ও অভিযোগ প্রদানের জন্য টোল ফ্রী কার্যকরী হটলাইন খুলতে হবে।
৬। শিক্ষা উপকরণের উপর করহার কমিয়ে ভর্তুকি দিয়ে হলেও শিক্ষা উপকরণের মূল্য কমাতে হবে।
আটিয়া বলেন আমি এর আগে গত ১৩ ডিসেম্বর ২০২২ দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করেছি। গত ১৭ ডিসেম্বর ২০২২ হতে গতকাল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে এককভাবে ও দলগতভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে।
আল আমিন আটিয়া বলেন আগামীর বিজ্ঞানসম্মত ও গবেষণাধর্মী বাংলাদেশ গড়তে হলে তার এই ৬ দফা দাবির বিকল্প কিছু নাই। সেই সাথে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সকল ছাত্র সংগঠনকে এই দাবিগুলো নিয়ে মাঠে সরব হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এবি/ইজা