আগুন-তালার পর চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়বে না শিক্ষার্থীরা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে চুয়েট বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, উদ্ভুত পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে, তারা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তবে আমরা আমাদের ক্যাম্পাস ছাড়বো না। ক্যম্পাস বন্ধ করে এর সমাধান হবে না। আমরা আমাদের দাবিতে অটল।

এদিকে দুপুরে চুয়েটের ১২টি বিভাগের সব ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর ক্যাম্পাসে নিয়ে আটকে রাখা দুটি বাসে আগুন দিয়েছে তারা। এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন কয়েক শ শিক্ষার্থী।

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।সকাল ১০টার দিকে কাপ্তাই সড়কে গাছ ফেলে চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

গত সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।


আমার বার্তা/এমই