ইবিতে ফল সংশোধন হলে ফের ফি দিতে হয়, বিপাকে শিক্ষার্থীরা

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ

  ইবি প্রতিনিধি:

স্নাতক শেষে সকল ফি পরিশোধ করে সনদ, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, ফল প্রকাশের তারিখের সনদ উত্তোলন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ফি দেওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক দফতর এসব কাগজপত্র দিয়ে থাকেন। তবে বিপত্তি বাঁধে শিক্ষার্থীদের ফল সংশোধন হলে। কর্তৃপক্ষের অবহেলায় এই ভুল হয়ে থাকে বলে অভিযোগ আছে। তবে ভুল কর্তৃপক্ষের হলেও এ দায় চাপে শিক্ষার্থীদের কাঁধে। ফল পরিবর্তন হলে পুনরায় সকল ফি পরিশোধ করে কাগজপত্র তুলতে হয়। এ নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তারা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সনদ, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, ফল প্রকাশের তারিখের সনদ উত্তোলন করতে প্রায় এক হাজার টাকা দিতে হয় শিক্ষার্থীদের। আর ফল সংশোধনের বিষয়ে শিক্ষার্থীদের কোনো ধারণাই থাকে না। যার ফলে ফল প্রকাশের পরপরই তারা প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলন করেন। এর একমাস পর ফলাফল সংশোধিত হয়। ফলে পুনরায় কাগজপত্র তুলতে বাধ্য হয়ে ফি দিতে হয় শিক্ষার্থীদের। সম্প্রতি আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে এ ঘটনা ঘটে। এছাড়াও প্রায়শই এমন ফলাফল সংশোধন হয়ে থাকে বলে জানা গেছে। আর এর ফলে বাড়তি ফি প্রদান করে পূণরায় সনদপত্র উত্তোলন করতে হয় শিক্ষার্থীদের।

আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, কাগজপত্র তোলার পর রেজাল্ট সংশোধন হলে আবার টাকা দিতে হয়। এতে অতিরিক্ত খরচসহ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। কর্র্তৃপক্ষের ভুলের কারণে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে আবার সেই ভুলের দায় আমাদের উপরই চাপানো হচ্ছে। এটি শিক্ষার্থীদের প্রতি অন্যায়।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক কর্মকর্তা বলেন, বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কাছে ভুল ফলাফল পাঠানো হলে তা পরখ করে দেখা এই দপ্তরের দায়িত্ব। ফলাফল প্রকাশিত হওয়ার পর কোন ভুলের কারণে ফলাফল সংশোধন হলে সে দায়ও আমাদের উপরই বর্তায়। এক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে কোন অবস্থাতেই দ্বিতীয়বার ফি নেয়া উচিত নয়।

ভারপ্রাপ্ত প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, ফলাফল সংশোধন হলে পুনরায় নরমাল ফি দিয়ে সনদপত্র উত্তোলন করতে হবে। আগে থেকেই এভাবে ফি দিয়ে দ্বিতীয়বার সনদপত্র উত্তোলন করে আসছেন শিক্ষার্থীরা। ফলে ফি না দিয়ে সনদ উত্তোলনের কোন সুযোগ নেই।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আইনে কোথাও এ বিষয়ে কিছু বলা নেই। তবে শিক্ষার্থীরা আমাদের কাছে আবেদন করলে বিষয়টি ভেবে দেখবো।

 

আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই