মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের ঢাবি শাখার সভাপতি হলেন নাঈম

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  জালাল আহমদ, ঢাবি:

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সমুন্নত রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে ২০১৮ সালে গঠিত "মুক্তিযুদ্ধ মঞ্চ" এর ছাত্র সংগঠন মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র মোঃ নাঈমুল হাসান ।একই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোজাম্মেল হক।

২৪ নভেম্বর মুক্তিযুদ্ধ  ছাত্র মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মুনতাসির মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নবনির্বাচিত সভাপতি মোঃ নাঈমুল হাসান এর গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহম্মদ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মায়ের নাম আলেয়া বেগম।

নাঈম এর আগে পার্বত্য চট্রগ্রাম ছাত্র সংসদ এর সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমান ঐ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স একাত্তর এর বর্তমান সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

 মোঃ নাঈমুল হাসান বলেন,"আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন স্যারের নিজ হাতে গড়া একটি রাজনৈতিক সংগঠন  মুক্তিযুদ্ধ মঞ্চ।  এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা রুখে দেওয়া, সমস্ত অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করা।


এবি/ইজা