দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়ে ইতিহাস গড়েছিলেন আগেই। মাঝে এক ম্যাচে তিনি গোল পাননি, জয় পায়নি ইন্টার মায়ামিও। সেই বিরতি কাটিয়ে আবারও নিজের স্বভাবজাত জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। দুটি করে গোল ও অ্যাসিস্টে ম্যাচটাই যে মেসিময় করে তুললেন। এমন পারফরম্যান্সে মায়ামি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।
আজ (রোববার) ভোরে প্রতিপক্ষের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নেমে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন মেসি-আলবারা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এ নিয়ে গত সাত ম্যাচে ছয়বার জোড়া গোল করলেন। আর ৮ ম্যাচে তার গোলসংখ্যা ১৩টি। মেসির এমন ফর্মের সুবাদে ২০২৪ এমএলএস কাপের ফাইনালিস্ট নিউইয়র্ক রেডবুলস রীতিমতো উড়ে গেছে। মায়ামির পক্ষে তিনি ছাড়াও তালাসকো সেগোভিয়া জোড়া ও জর্দি আলবা এক গোল করেছেন। যদিও রেলবুলসকে শুরুতেই গোল করে লিড এনে দিয়েছিলেন আলেক্সান্ডার হ্যাক।
স্বাগতিক আবহে খেলতে নেমে অবশ্য নিউইয়র্ক রেডবুলস শুরুতে দাপট দেখায়। মাত্র ১৫ মিনিটেই আলেক্সান্ডার হ্যাকের গোলে তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তিনি নিজের প্রথম এমএলএস গোল করলেন এমিল ফর্সবার্গের কর্নার কিকে উড়ে আসা বলে। ম্যাচে ফিরতে সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে সতীর্থ আলবাকে কয়েকজনের মাঝখান দিয়ে রক্ষণচেরা একটি পাস বাড়ান মেসি, আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জোরালো শটে স্প্যানিশ লেফটব্যাক সেটি জালে জড়ান।
মিনিট দুয়েক পরই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় ফ্লোরিডার ক্লাবটি। এবারও মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা, এরপর তেলাসকো সেগোভিয়া হয়ে সেটি জালে। প্রথমার্ধের যোগ করা সময়েই ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি। মেসি প্রথম স্কোরবোর্ডে নাম তোলেন ৬০ মিনিটে। সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি।
১৫ মিনিট বাদেই নিজের সাম্প্রতিক সময়ের জোড়া গোলের দৃশ্যায়ন করলেন মেসি। বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।
আমার বার্তা/এল/এমই