ই-পেপার শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
রসিক নির্বাচন

আওয়ামী লীগে বিদ্রোহী, জাপায় ঐক্যের সুর

রংপুর প্রতিনিধি :
৩০ নভেম্বর ২০২২, ১৪:৫৭
ফাইল ফটো

এক মাসেরও কম সময় আছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। প্রতিনিয়তই বাড়ছে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার নাটকীয়তা। জাতীয় পার্টির (জাপা) দুর্গ হিসেবে পরিচিত এই সিটি করপোরেশনে মনোনয়ন নিয়ে দলটির মধ্যকার সংকট কেটে গেছে। এখন জাপায় ঐক্যের সুর। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রার্থী দিলেও রয়েছে বিদ্রোহী। নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থী থাকবেন না বলে জানিয়েছে দলটি।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এতে মেয়র পদে ১০ জন, সংরক্ষিত আসনে ৬৯ জন ও কাউন্সিলর পদে ১৯৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩৩টি ওয়ার্ডে মেয়র, সংরক্ষিত আসন ও কাউন্সিলর পদে মোট মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীর সংখ্যা ২৭৭ জন। সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭০ জন। কাউন্সিলর পদে ২০৬ জন ও মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। ৮ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। ৯ ডিসেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট।

রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নিয়ে দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা নানা রকম জটিলতার গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত সমাধান মিলেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনীত মেয়র পদপ্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকেই সমর্থন দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এতে করে ভেস্তে গেছে রাঙ্গানুসারী আরেক বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম আব্দুর রউফ মানিকের লাঙ্গল নিয়ে প্রার্থী হওয়ার স্বপ্ন।

রওশন এরশাদের দেশে ফেরা আর জি এম কাদেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকে তৃণমূলে বিভেদ ভুলে ঐক্যে ফেরার ইঙ্গিতে এখন রংপুরে প্রার্থী নিয়ে চিন্তামুক্ত জাতীয় পার্টির নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে মেয়র পদপ্রার্থী মোস্তফাও রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। তবে বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা পড়েছেন ইমেজ সংকটে। যদিও রওশন এরশাদ দেশে ফেরার পর এখন পর্যন্ত মুখ খোলেননি জাতীয় সংসদের বিরোধীদলীয় এই চিফ হুইপ।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে মোস্তফা বলেন, ‘পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে। পার্টির প্রধান পৃষ্ঠপোষক অসুস্থ হওয়া সত্ত্বেও বিদেশ থেকে এসে আমাকে সমর্থন দিয়েছেন। আমি দল ও তাঁর কাছে কৃতজ্ঞ। আমরা রংপুরে ঐক্যবদ্ধ আছি। আমাদের কোনো সংকট নেই। আমরা লাঙ্গলের বিজয় ছিনিয়ে আনতে পারব।’

এদিকে বেলা আড়াইটায় মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদ্য অব্যাহতি পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মনোনয়নের জন্য আলোচনায় থাকা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মনোনয়নপ্রত্যাশী মহানগর সভাপতি সাফিউর রহমান সফি, আরেক মনোনয়নপ্রত্যাশী সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় ডালিয়া বলেন, ‘নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। একটি বৃহৎ দলে অনেকেই মনোনয়ন চাইতে পারে। সবাই নেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ। জয়ের ব্যাপারে আমরা সকলেই আশাবাদী।’

তবে ডালিয়ার সঙ্গে ছিলেন না অপর মনোনয়নপ্রত্যাশী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু। বিদ্রোহী প্রার্থী হিসেবে বেলা সাড়ে ১১টায় বাবুর পক্ষে তাঁর স্ত্রী মনোনয়ন জমা দেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থেকেই গেল। অন্যদিকে অপর মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক এম এ মজিদ ফরম তুললেও নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে ফরম দাখিল করেননি।

বিএনপি এ নির্বাচনে অংশ নেবে না, তা আগে থেকেই ঘোষণা দিয়েছে। দলীয় সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে মেয়র পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য কাওছার জামান বাবলা। গতকাল সাংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিএনপির এই নেতা।

এ ছাড়া এই নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাকের পার্টির মো. খোরশেদ আলম, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, স্বতন্ত্র হিসেবে ব্যবসায়ী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আবু রায়হান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

জাপার বিদ্রোহী প্রার্থী হিসেবে বহিষ্কৃত নেতা আব্দুর রউফ মানিক ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মাহবুবার রহমান বেলাল মনোনয়ন ফরম তুললেও জমা দেননি।

তিন দিন আগে স্বতন্ত্র হিসেবে মাঠে প্রচারণায় থাকা জামায়াত প্রার্থী দলীয় সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন বলেন জানিয়েছেন দলটির রংপুর মহানগর আমির এ টি এম আজম খান।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করি ভোট শেষ না হওয়া পর্যন্ত আচরণবিধি মেনে চলবেন। আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য আইনানুগ ভোটের জন্য যা যা করা দরকার, সব করছি।’

এবি/ জিয়া

বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে: ফখরুল

আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়েছে বলে অভিযোগ

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আব্দুল কাদেরের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) থেকে পদত্যাগ করেছেন দলের মহাসচিব মো. আব্দুল কাদের। বৃহস্পতিবার

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল)

উপজেলায় ভোট করতে পারছেন না মন্ত্রী-এমপির স্বজনরা

মন্ত্রী-এমপিদের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার সব বিধিনিষেধ তুলে নিলো কুয়েত

মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা: জাতিসংঘ

ঈদের পর তেল আটা পেঁয়াজের দাম বেড়েছে

কমানো হলো হজ প্যাকেজের খরচ

গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 

পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা পাওয়ার রেকর্ড

২০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

১২ দিনে রেমিট্যান্স এল ৯ হাজার ৬৪৮ কোটি টাকা

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি

মতিঝিল আইডিয়াল কলেজে অভি়ভাবক প্রতিনিধি নির্বাচন শেষ

ইতিহাস স্থাপন করে আবুধাবিতে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

দুই বন্ধুর স্ত্রীকে গরিব-দুস্থদের শাড়ি দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, সতর্কতা জারি

২০০ আসনও পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়া: মমতা

রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক প্রধানসহ নিহত ১০

পাকিস্তানে জাপানি নাগরিকের ওপর হামলা, দুই জঙ্গি নিহত

বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে: ফখরুল

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

ভারতে ভোটকেন্দ্রে গোলাগুলি, বোমা উদ্ধার