ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা ডোনাল্ড ট্রাম্পের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াল স্ট্রিট জার্নাল, তার মালিক নিউজ করপোরেশন ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন।

এই মামলাটি দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন যে ওয়াল স্ট্রিট জার্নাল জেফ্রি অ্যাপস্টিন-এর সঙ্গে বন্ধুত্ব নিয়ে বানোয়াট ও অপমানজনক প্রতিবেদন প্রকাশ করে তার রাজনৈতিক ভাবমূর্তি ও আর্থিক ক্ষতি করেছে।

মামলা দায়েরের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগামাধ্যমে বলেন, আমি অপেক্ষায় আছি রুপার্ট মারডককে আমার মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য। তার এই ‘আবর্জনা পত্রিকা’ ওয়াল স্ট্রিট জার্নালের বিচার হবেই!

মামলার মূল অভিযোগে বলা হয়েছে, নিউজ করপোরেশন, ডাও জোনস, মারডক ও দুই প্রতিবেদক ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে এই প্রতিবেদন প্রকাশ করেন।

তাদের প্রতিবেদনে ‘ম্যালিশিয়াস ইন্টেন্ট’ ছিল, যা ট্রাম্পের মতে তাকে আর্থিক ও সামাজিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে ফেলেছে।

বিলাসবহুল জীবনের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনকে এক সময় বন্ধু বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। যদিও অ্যাপস্টিন ২০১৯ সালে জেলে আত্মহত্যা করেন, তবুও তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে, বিশেষ করে ট্রাম্প-সমর্থক রক্ষণশীল মহলে।

মামলার পাশাপাশি ট্রাম্প ম্যানহাটনের ফেডারেল কোর্টে আবেদন করেছেন অ্যাপস্টিন এবং তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর গ্র্যান্ড জুরি শুনানির নথি প্রকাশের জন্য। ম্যাক্সওয়েল ২০২১ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনের সহায়তা-সংক্রান্ত পাঁচটি ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত হন।

এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নাল, ডাও জোনস, নিউজ কর্প বা রুপার্ট মারডকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। -- সূত্র: আল-জাজিরা


আমার বার্তা/জেএইচ