জেসিআই এশিয়া-প্যাসিফিকের ১১০ জন প্রভাবশালী সদস্যের তালিকায় ঢাকার আলতামিশ নাবিল
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাংলাদেশের লেখক, সমাজকর্মী ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল সম্প্রতি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১১০ জন সবচেয়ে প্রভাবশালী সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ফিলিপাইনের ম্যানিলা শহরে জেসিআই-এর ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।
দক্ষিণ এশিয়ার যুব উন্নয়ন, ডিজিটাল ক্ষমতায়ন এবং নেতৃত্ব গঠনে উল্লেখযোগ্য অবদানের জন্য নাবিল এই সম্মান অর্জন করেন। তিনি জেসিআই বাংলাদেশের জাতীয় নির্বাহী সহ-সভাপতি এবং জেসিআই এশিয়া প্যাসিফিক ডেভেলপমেন্ট কাউন্সিল-এর ডেভেলপমেন্ট অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ম্যানিলায় আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর পক্ষে পদক গ্রহণ করেন জেসিআই এপিডিসি চেয়ারপারসন সারাসিন সোগোমো।
এই উপলক্ষে মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, "এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও এক গৌরবময় মুহূর্ত। এটি প্রমাণ করে, নিষ্ঠা ও সদিচ্ছা থাকলে আমরা বিশ্বমঞ্চে আমাদের দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারি।"
একজন আইসিটি ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও প্রশিক্ষক হিসেবে নাবিল, ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক ইউনেট এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এর দ্বায়িত্ব পালন করছেন, এছাড়াও তিনি মিয়াকির হেড অব ম্যানেজড সার্ভিসেস পদে দ্বায়িত্বরত থেকে বাংলাদেশের ন্যাশনাল অ্যাপস্টোর প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একাধারে একজন লেখক, এবং চলচ্চিত্র নির্মাতা। এখন পর্যন্ত বাংলাদেশ ও এশিয়ার হাজারো তরুণকে উদ্ভাবন, নেতৃত্ব এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছেন।