গজারিয়ায় তিতাসের অভিযানে ৩টি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাঁড়াশি অভিযানে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত তিনটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে। 

রোববার (২০ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তিনি জানান, চুনা পোড়ানোর ধোঁয়া ও ধুলো পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সোচ্চার হতে হবে।

এদিন বাউসিয়া পাখির মোড়, পশ্চিমকান্দি গ্রাম সংলগ্ন ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় তিনটি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ভাটেরচরের কারখানাটি অষ্টমবারের মতো উচ্ছেদ করা হলো।

স্থানীয় বিএনপি নেতা হাসমত তাঁতি অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজ নেতাকর্মী রাতের আঁধারে এসব কারখানা চালু করে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনরায় চুনা কারখানা চালু করতে দেওয়া হবে না।

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিৎ সাহা জানান, অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।


আমার বার্তা/এমই