২৭ অক্টোবর ‘বিএসএমএমইউ’র চতুর্থ গবেষণা দিবস উদযাপন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক :

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গবেষণা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল ২৭ অক্টোবর ২০২২, রোজ বৃহস্পতিবার শহীদ ডা. মিলন হলে বৈজ্ঞানিক অধিবেশন ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দিল আফরোজ বেগম, বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক), অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

এবি/এপি